স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : “গল্পের গরু গাছে উঠে” এই প্রবাদটি যেন মিলে গেল শনিবার। মন্ত্রী রতন লাল নাথ গত লোকসভা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন নির্বাচনে যে সকল বুথ ভালো ফলাফল করবে সেই সকল বুথের কার্যকর্তাদের সংবর্ধনা দেওয়া হবে। আর সেটা অক্ষরে অক্ষরে পালন করে দেখালেন মন্ত্রী মশাই। তবে ভালো ফলাফল করেছে যে বিধানসভার কেন্দ্র ২০২৩ সালে হাতছাড়া হয়েছিল। বহু চেষ্টা করে বিধায়ক সুদীপ রায় বর্মনের সাথে লড়াই করে জয়ী হতে পারেনি এই বিধানসভা কেন্দ্রে।
কিন্তু লোকসভা নির্বাচনে নাকি বিধায়ক সুদীপ রায় বর্মনের বিধানসভায় কেন্দ্রের কুড়ি নং বুথে ভালো ফলাফল করেছে বিজেপি। শনিবার ৬ আগরতলার ২০ নং বুথের কার্যকর্তাদের সংবর্ধনা প্রদান করার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভয়নগর এলাকায় হয় এই অনুষ্ঠান। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ ৬ আগরতলার , মন্ডল সভাপতি হিরালাল দেবনাথ, কর্পোরেটর গৌতম চন্দ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ। তারপর তিনি বক্তব্য রেখে বলেন, কর্যকর্তাদের উৎসাহিত করার লক্ষ্যে লোকসভা নির্বাচনের আগে বলা হয়েছিল যে বুথ ভালো ফলাফল করবে সেই বুথের কার্যকর্তাদের সংবর্ধনা দেওয়া হবে। সেই অনুযায়ী ৬ আগরতলার ২০ নং বুথের কার্যকর্তাদের রিসা পরিয়ে সন্মান জানানো হয়। তাদেরকে কিছু সরঞ্জাম তুলে দেওয়া হয় বলে জানান তিনি।