স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : সংবাদ মাধ্যমের খবরের জেরে অবশেষে গ্রেফতার হল বাইক বাহিনীর এক সদস্য। গত ২ অক্টোবর বাইক বাহিনীর তিন সদস্য রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় দুই ট্রাফিক পুলিশের সাথে অভাব্য আচরণ করেছিল। প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটিয়ে অশ্লীল ভাষাও উচ্চারণ করেছে। শুধু তাই নয় উস্কানিমূলক কথা বলে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে। বিষয়টি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাথে সাথে মীমাংসা জন্য ব্যবস্থা নেওয়া হয়। কারণ ঘটনাটি ঘটেছিল মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর বিধানসভা কেন্দ্রেই।
বিশেষ করে যারা এই ঘটনায় জড়িত তারা মুখ্যমন্ত্রীর বিধানসভায় কেন্দ্রের যুবক। গত দুই অক্টোবর ঘটনা সংঘটিত হওয়ার পর শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে ভিডিও ক্লিপ আসে। তারপরেই প্রচার শুরু হয়ে যায় টিভি থেকে শুরু করে পত্রিকায়। তারপর পুলিশ সংবাদ মাধ্যমের চাপে পড়ে শুক্রবার রাতে একটি মামলা হাতে নেয়। সে মামলা অনুযায়ী বাইক বাহিনীর তিন সদস্য মধ্যে দ্বীপ দত্ত নামে এক সদস্যকে জালে তুলেছে। তাকে অরুন্ধতী নগর থেকে আটক করেছে পুলিশ। বাকি দুই অভিযুক্ত পলাতক। পশ্চিম আগরতলা থানার পুলিশ তাদের দ্রুত আটক করতে চেষ্টা করেছে বলে জানান পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে। তিনি জানিয়েছেন, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সেদিন হেলমেট না থাকায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করার সময় তারা উত্তেজিত হয়ে দুর্ব্যবহার করেছে বলে জানান তিনি। উল্লেখ্য, তথাকথিত সুশাসনের রাজ্যে কোথায় আইনের শাসন ? কোথায় মানুষের নিরাপত্তা ? যেখানে দিন দুপুরে নির্যাতনের শিকার হতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। সেখানে সাধারন মানুষের নিরাপত্তা কোথায়। এই প্রশ্ন উঠাটাই স্বাভাবিক। এখন দেখার বিষয় পুলিশ বাকি দুই অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয় কিনা। নাকি আগের মতই আবার মানুষকে ঘুমে রেখে মীমাংসার জন্য উঠে পড়ে লাগে।