Saturday, January 25, 2025
বাড়িরাজ্য৪০ লক্ষ টাকার বাজেটে পূজা হবে নেতাজি প্লে ফোরামের

৪০ লক্ষ টাকার বাজেটে পূজা হবে নেতাজি প্লে ফোরামের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের অর্ধেকের বেশি মানুষ। মুখ্যমন্ত্রী পূজা উদ্যোক্তাদের আহবান করেছেন কম বাজেটে পূজা করার জন্য। প্রতিবছরের মত এবছরও অন্যতম বড় বাজেটের পূজার মধ্যে রয়েছে রাজধানীর নেতাজি প্লে ফোরাম। শুক্রবার ক্লাব প্রাঙ্গনে সম্পাদক সঞ্জয় সাহা সাংবাদিক সম্মেলন করে জানান, আগামী ৬ অক্টোবর তৃতীয়ার সন্ধ্যায় পুজো মণ্ডপের উদ্বোধন হবে।

মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পূজা মন্ডপের উদ্বোধন করবেন। সঙ্গে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এবছর পূজার থিম রূপ থেকে রূপান্তর। অর্থাৎ মানুষ যেগুলি ফেলে দেয় তা দিয়ে গড়ে উঠবে পুজো মণ্ডপ। পূজার দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আনন্দমেলার আয়োজন করা হয়েছে। যা দর্শনার্থীদের নজর কাড়বে বলে অভিমত ক্লাব কর্তৃপক্ষের। নবদ্বীপের শিল্পীর হাতের ছোয়ার এই মন্ডপ গড়ে উঠবে। পুজোর দিনগুলিতে বসে আঁকো প্রতিযোগিতা এবং বস্ত্র দানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অশোক পাল অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য