স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : গাঁজা পাচার করার অভিযোগে অভিযুক্ত লরি চালককে ১০ বছরের সশ্রম কারাদন্ড, ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল আদালত। সোমবার এডিশনাল শেশন জর্জ দেবাশীষ কর এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
তিনি বলেন গত ২৪ জুলাই TN 47 AT 4858 নাম্বারের লরিতে ৩৩৯০ কেজি গাঁজা বহিঃরাজ্যে পাচার করার সময় বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলো চালক সেলভারেস কে। এ বিষয়ে বিশালগড় থানার পুলিশ এনডিপিএস ধারা অনুযায়ী একটি একটি মামলা গ্রহণ করে। সোমবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে অভিযুক্ত চালকের বিরুদ্ধে ১০ বছরের কারাদন্ড, এক লক্ষ টাকা জরিমানা, অনাদায় আরো এক বছরে নির্দেশ দিলেন এডিশনাল শেশন জর্জ দেবাশীষ কর।