স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষকের দাবিতে রাস্তা অবরোধ করল পড়ুয়ারা। ঘটনা খোয়াই মহকুমার অন্তর্গত তুলাশিখর ব্লক এলাকার পশ্চিম রাজনগর বিদ্যালয়ে। দীর্ঘ আট বছর ধরে ওই বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক নেই বলে অভিযোগ। টানা ২ ঘন্টা সড়ক অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের ও এস ডি। পরে তাদের আশ্বাস পেয়ে সড়ক অবরুদ্ধ আন্দোলন প্রত্যাহার করে নেয় পড়ুয়ারা।
ছাত্র ছাত্রীরা জানায় আগে বহুবার বিদ্যালয় শিক্ষা দপ্তরকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। বিদ্যালয়ে বিজ্ঞান বিষয় শিক্ষক না থাকার কারণে পড়াশুনা লাটে উঠেছে। তাই ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয় শিক্ষকের দাবিতে সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বিদ্যালয় সংলগ্ন এলাকায় সড়ক অবরোধের সামিল হয়। শিক্ষকের দাবিতে সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে যায় চাম্পাহাওর থানার পুলিশ। তাদের একটাই দাবি বিজ্ঞান বিষয়ে শিক্ষক বিদ্যালয় দিতে হবে।
হাতে প্লে কার্ড নিয়ে এদিন ছাত্র-ছাত্রীরা সড়কের মাঝ পথেই বসে পড়েন দাবি আদায়ের লক্ষ্যে। শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীদের সড়ক অবরোধের খবর পেয়ে দুই ঘণ্টা জেলা শিক্ষা আধিকারিক ও এস ডি ঋষি কেশ দেববর্মা। ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে দীর্ঘ প্রায় দুই ঘন্টা বাদে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। এতে করে চরম দুর্ভোগে পড়েন সাধারণ নাগরিকরা।