স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : বর্তমান বিরোধী দল সিপিআইএম মানুষের কাছে মিথ্যা তথ্য প্রকাশ করে রাজনৈতিক ময়দানে বেঁচে থাকার চেষ্টা করছে। কিন্তু তাদের জামানায় যে খুন সন্ত্রাস হয়েছিল সেগুলি সামনে তুলে আনার উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন প্রদেশ বিজেপি মুখ্য প্রবক্তা নব্যেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন দপ্তরের লোক নিয়োগ করছে।
কিন্তু সরকারি চাকরি দিয়ে দেশের এবং রাজ্যের সমস্যা সমাধান হবে না। অর্থনৈতিক ব্যবস্থা সুদৃঢ় করতে গেলে মানুষকে স্বাবলম্বন করতে হবে। সেই দিশা নিয়ে ২০১৮ সাল থেকে বর্তমান সরকার কাজ করছে। যার ফলে বর্তমান ছেলে মেয়েদের মানসিকতার পরিবর্তন এসেছে। এতে সমাজ পরিবর্তন হয়েছে। বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর সিপিআইএম বিরোধী দলের মর্যাদা পর্যন্ত পায়নি। পরবর্তী সময়ে তারা বিরোধী দলের মর্যাদা পেয়েছে, কিন্তু তারপরও তারা নিজেদের শুধরাচ্ছে না। শুক্রবারও তারা বর্তমান সরকারের বিরুদ্ধে কাজ নেই, খাদ্য নেই ও কর্মসংস্থানের অভাব নিয়ে পুরনো অভিযোগ তুলে ধরেছে। তিনি আরো বলেন বামফ্রন্ট সরকার ২০১৮ সালের আগে রাজ্যে নেশা কারবারীদের উৎসাহিত করতেন। বাম জানানায় বহু গ্রাম ছিল যেখানে পাকা বাড়ি ছিল না।
আর থাকলো সেখানে সিপিআইএমের দলীয় কার্যালয়টি পাকা বাড়ি ছিল। নিজের বাড়ি ঘর প্রাসাদ সমান তৈরি করেছিলেন। এখন তারা অভিযোগ করছে কাজ নেই, খাদ্য নেই। আসলে তারা মুখ ফোটে বলতে পারছে না তাদের কাজ নেই, খাদ্য নেই। পাশাপাশি কর্মসংস্থান ও চাকরি নিয়ে তারা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে। কিন্তু বামফ্রন্ট জামানার মত বর্তমান সরকারের আমলে এমন কোন দৃষ্টান্ত নেই যে চাকরির জন্য একাধিক মামলা হওয়ার। তৎকালীন সময়ে একটি চাকুরীর জন্য একাধিক মামলা হতো। কারণ সরকার দুর্নীতিতে নিমজ্জিত ছিল। এমনটাই অভিযোগ করলেন নবেন্দু ভট্টাচার্য। প্রদেশ বিজেপি প্রবক্তা আরো বলেন দীর্ঘ সময় রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার পরেও লক্ষ্য করা গেছে ২০১৮ সাল থেকে ২০২৩ সাল বিজেপি পরিচালিত সরকারের পরিচালনায় তারা তৃতীয় স্থানে গিয়ে পৌঁছেছিল। বর্তমানে তারা বিরোধী দলের ভূমিকাও পালন করছে না। তাই রাজ্যের মানুষ বুঝে। কারণ বামফ্রন্টের মতাদর্শ হলো বন্ধুকের নল। তারা এখন বলছে রাজ্যে আইনের শাসন নেই।
তিনি সরকারের তথ্য তুলে ধরে বলেন, তৃতীয়বার বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯ মাস ২০ দিনে ৫০১ রাজ্যে খুন হয়েছিল। এ তথ্য দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী দশরথ দেবের সচিব রাজেশ্বর রাও। বাম জামানায় রাজ্যে খুনের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ছিল না। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে বাম জামানায় যে সমস্ত খুন, সন্ত্রাস হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া ধাপা চাপা দেওয়া হয়েছিল সেগুলির হিসেব-নিকেশ প্রকাশ করার। নতুন করে তদন্ত করা হবে। কারণ তৎকালীন সময়ে যারা রাজনৈতিক খুন সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাদের বিচার পাওয়ার অধিকার রয়েছে। তাই সরকার উদ্যোগ গ্রহণ করছে বলে জানান তিনি। বর্তমানে আইন-শৃঙ্খলা অবনতি, কাজ খাদ্য এবং কর্মসংস্থান নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে রাজনৈতিক ময়দানে টিকে থাকার চেষ্টা করছে প্রধান বিরোধী দল সিপিআইএম। আগামী দিন বর্তমান সরকার যখন তথ্য প্রকাশ করবে তখন সিপিআইএমের হুঁশ ফিরবে। সবকিছু চাপা অক্ষরে রয়েছে, এগুলি খুব দ্রুতই মানুষের কাছে তুলে ধরা হবে। তখন মানুষ তাদের আরো বেশি জবাব দেবে বলে অভিমত ব্যক্ত করেন নবেন্দু ভট্টাচার্য। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন প্রদেশ বিজেপি নেতা সমীর ঘোষ উপস্থিত ছিলেন।