স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : রবিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন, রাজ্যের সার্বিক এবং সমবায় ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের বিশেষ ভূমিকা নিয়ে কাজ করে চলেছে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক।
মানুষকে বিভিন্নভাবে ঋণ দিয়ে আত্মনির্ভর হওয়ার সুযোগ করে দিচ্ছে তারা। তিনি আরো বলেন, সরকারের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ এলাকার অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করা। কারণ গ্রামীন এলাকা অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে রাজ্য শক্তিশালী হবে। আর রাজ্য শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। নাহলে রাজ্য এবং দেশের উপর প্রভাব পড়বে। এমনটাই অভিমত ব্যক্ত করলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ল্যাম্পস এবং প্যাক্সের প্রতিনিধিদের হাতে ঋণ মঞ্জুর পত্র এবং মাইক্রো কিও আর কোড মেশিন তুলে দেওয়া হয়। পাশাপাশি নাবার্ডের সহায়তায় পরিকাঠামো গঠনের ক্ষেত্রে ১৪ টি ল্যাম্পস এবং প্যাক্সের প্রতিনিধিদের এককালীন অর্থরাশি প্রদান করা হয়েছে বলে জানান মন্ত্রী। এদিন অনুষ্ঠানের শেষে সমস্ত সোসাইটি গুলিকে সি এস সি -তে অন্তর্ভুক্ত করার চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাংকের এমডি ভজন চন্দ্র রায় সহ অন্যান্য আধিকারিকরা।