স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : ‘দুধ, আপেল খাইয়া বিধায়ক আরামে থাকেন, আর জনগণের খোঁজ নেন না।’ এভাবেই গালিগালাজ করছেন গোলাঘাটির তিপ্রা মথার বিধায়ক মানব দেববর্মাকে। অভিযোগ জম্পুইজলা ব্লকের জগাইবাড়ি ভিলেজের তিন নং ওয়ার্ডের নিদান কোবরা পাড়ার মানুষ দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার করার জন্য দাবি করে আসছে। বহুবার এলাকার বিধায়ক মানব দেববর্মা থেকে শুরু করে অন্যান্য জন প্রতিনিধিদের কাছে গেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিধায়ক মশাই মুখে উন্নয়নের নাম জপ করলেও বাস্তবে তিনি কোন উন্নয়নই করছে না এলাকার।
সাধারণ একটি রাস্তা সংস্কার করতে পারছেন না তিনি। তিনি শুধু দুধ আপেল খেয়ে আরামে থাকেন। তারই ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করেছে গ্রামবাসী। তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশা হওয়ার কারণে গ্রামবাসী যাতায়াত করতে পারছে না। বিশেষ করে বৃষ্টির মরশুমে গ্রামবাসী চলাচল করা অসাধ্যকর হয়ে পড়ছে। কোন রোগী নিয়ে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না তারা। বিকাশ ত্রিপুরায় এ ধরনের বিধায়ক সত্যিই মানুষের কাছে টিপ্পনি ছাড়া আর কিছু নয়। তাই মানুষ এখন দুধ আর আপেল নিয়ে বিধায়ককে টিপ্পনী করছে। কারণ এলাকার বহু মানুষ দীর্ঘদিন ধরে এই দুর্ভোগের শিকার। এই পরিবারগুলি বর্তমানে বিধায়কের উপর থেকে আশা ছেড়ে দিয়েছে বলা চলে।