স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : রাজ্যে অস্ত্রের আস্ফালন। দিকে দিকে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। এরই মধ্যে রবিবার বামুটিয়া প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাসের বাড়ির সংলগ্নে একবাড়ি থেকে উদ্ধার হল এস এল আর তথা সেলফি লোডেড রাইফেল।
আরক্ষা বাহিনীর ব্যবহৃত এই রাইফেল। জানা যায় রবিবার সকালে এয়ারপোর্ট থানার ছনমুরি নিবাসী ক্ষুদিরাম দেবের ঘরের পেছন থেকে আগ্নেয়াস্ত্র এস এল আরটি উদ্ধার হয়েছে। পরে বাড়ির লোকজন পুলিশে খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ বন্দুকের উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে প্রশ্ন হলো আরক্ষা দপ্তরের এই বন্দুক বাড়িতে কিভাবে আসলো। পেছনে রহস্য কি? যদিও এ বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। পুলিশ এই ঘটনা তদন্ত করতে ইতিমধ্যে মাঠে নেমেছে। এখন দেখার তদন্তে কি বের হয়ে আসে।