স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে মহিলা কংগ্রেসের ৪০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। প্রথমে কংগ্রেসের পতাকা উত্তোলন করে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতীকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। তারপর মহিলাদের রাজনৈতিক ও সামাজিক ন্যায়ের জন্য মহিলা কংগ্রেসের সদস্যতা অভিযানের এক ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
প্রদেশ কংগ্রেস ভবনে এদিন এই কর্মসূচির উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের ত্রিপুরা পর্যবেক্ষক মিনা টিকো। তিনি বলেন, এই ওয়েবসাইট উদ্বোধন করে সদস্যতা গ্রহণ করার জন্য আহবান করার পেছনে মূলত উদ্দেশ্য হলো নারীদের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায়ায় পাইয়ে দেওয়া। রাজ্যের যতগুলি নারী সংক্রান্ত ঘটনা সংগঠিত হচ্ছে সেগুলির ন্যায়ায় পাইয়ে দিতে আগামী দিন মহিলা কংগ্রেস সরব হবে। সকলকে এই কর্মযজ্ঞে শামিল হতে আহবান জানান তিনি। আয়োজিত কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ।