Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যমদের সাথে বিষ মিশিয়ে খুনের অভিযোগ

মদের সাথে বিষ মিশিয়ে খুনের অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : মদের সাথে বিষ মিশিয়ে এক যুবককে খুন করার অভিযোগ। ঘটনা রাজধানীর মধ্য চারিপাড়া শচীন্দ্র লাল এলাকায়। মৃত একুশ বছর বয়সী যুবকের নাম পার্থ ভট্টাচার্যী। অভিযুক্ত যুবকের নাম বুড়া দত্ত। তার বাড়ি রাজধানীর শহরতলী কাঞ্চন নগর শিবির টিলা এলাকায়। মৃত যুবকের মা জানায়, শনিবার দুপুরে বারোটার নাগাদ তার ছেলে পার্থ বন্ধুর সাথে বাড়ি থেকে বের হয়েছিল। বিকালে নাগাদ মদমত্ত অবস্থায় বাড়িতে ফিরে।

 তখন তাকে এবং তার বন্ধুকে বকুনি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সন্ধ্যার নাগাদ বাড়ি ফেরার পর কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে তার ছেলে পার্থ। সাথে সাথে তাকে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের ধারণা তাকে মদের সাথে বিষ মিশিয়ে খাইয়েছে অভিযুক্ত বন্ধু বুড়া। বুড়া পান খেতের চাষী। ধারণা পার্থকে মদের সাথে পান খেতে ওষুধ মিশিয়ে খাইয়েছে। কারণ পার্থ শরীর থেকে মদের সাথে ঔষধের গন্ধ রয়েছে।

যার কারণে তার মৃত্যু হয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান। কান্নায় ভেঙে পড়ে মৃত যুবকের মা। এখন দেখার বিষয় ময়না তদন্তের রিপোর্টে কি বের হয়ে আসে। পরিবারের লোকজনদের অভিযোগ পার্থর বন্ধুকে বকুনি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ায় সে খুন করেছে। অভিযুক্ত যুবকদের কঠোর শাস্তির দাবি করেন পার্থের মা ও পরিবারের লোকজন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য