Sunday, October 6, 2024
বাড়িরাজ্যরক্তদান যারা করে তারা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করে : মেয়র

রক্তদান যারা করে তারা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করে : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : মানবিক চিন্তাধারা মূল্যবোধের প্রকাশ করাই হলো দান। সব কাজের উর্ধ্বে হলো দান। দান মানে মানুষের পাশে থাকা। এর মধ্যে রক্তদান যারা করছে তারা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। রবিবার রক্তদান শিবিরে গিয়ে এই কথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

 এদিন তিনি বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে ই- রিক্সা, অটো রিক্সা এবং ত্রিপুরা বাস চালক সংঘ নাগেরজেলা শাখার উদ্যোগে রক্তদান শিবির ও বস্ত্র দানের উদ্বোধন করেন। তিনি বলেন, শ্রমিকরা আজকে যে রক্তদানের আয়োজন করেছে তার মধ্য দিয়ে পরিচয় দিয়েছে তারা মানুষকে শুধু পরিষেবা দেয় না, পাশাপাশি সমাজের প্রতি তারা কর্তব্য এবং দায়িত্ব পালন করে চলেছে। তাদের এই মহৎ কাজ সত্যিই প্রশংসনীয়। তারা সমাজে মানব ধর্ম পালন করে চলেছে।

যারা এভাবে রক্তদান শিবিরে এগিয়ে এসেছে তারা নিজেও জানে না তাদের রক্ত কার শরীরে যাবে। তাই এর চেয়ে বড় কোনো সেবা হতে পারে না। রক্তের কোন জাত পাত এবং ধর্ম হয় না। এভাবে সমাজের প্রতি দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান মেয়র। আয়োজিত শিবিরের এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলরগণ। পরে মেয়র রক্তদান শিবির ঘুরে দেখেন। রক্তদাতাদের সাথে কথা বলে উৎসাহিত করেন। ধারাবাহিকভাবে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। পরবর্তী সময়ে মেয়র স্থানীয় দুঃস্থদের মধ্যে বস্ত্র তুলে দেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য