Thursday, May 29, 2025
বাড়িরাজ্যপ্রয়াত হলেন বিশিষ্ট লেখক, কবি এবং সাংস্কৃতিক মানস দেববর্মন, শোক জ্ঞাপন করলেন...

প্রয়াত হলেন বিশিষ্ট লেখক, কবি এবং সাংস্কৃতিক মানস দেববর্মন, শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : প্রয়াত হলেন বিশিষ্ট লেখক, কবি এবং সাংস্কৃতিক মানস দেববর্মন। সোমবার দুপুরে কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোড স্থিত নিজ বাসভবনে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। রেখে গেছেন স্ত্রী সহ দুই কন্যা।

শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেন, তিনি ছিলেন রাজ্যের একজন বিশিষ্ট কবি, লেখক এবং সমাজ মনস্ক একজন সৃজনশীল ব্যক্তিত্ব। কলেজে অধ্যাপনা ছাড়াও তিনি ত্রিপুরা লোকসেবা আয়োগের চেয়ারম্যান এবং ইউ পি এস সির সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন। তাঁর প্রয়াণে রাজ্য একজন সৃষ্টিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বর্ষিয়ান অভিভাবককে হারালো। এদিকে বিশিষ্ট কবি মানস দেববর্মনের মৃত্যুর খবর শুনে কৃষ্ণনগর স্থিত বাড়িতে ছুটে যান স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে।

স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে বললেন দাদাকে হারালেন তিনি। ১৯৬৮ সাল থেকে তার সঙ্গে সম্পর্ক মৃত্যুর আগে পর্যন্ত ছিল মানস দেববর্মনের। প্রয়াত বাংলা সাহিত্য সংস্কৃতির এই স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন একজন সৎ ও সজ্জন হিসেবে পরিচিত। এক পলকেই যেন থেমে গেল দাদা আর ছোট ভাইয়ের সম্পর্ক। প্রয়াতো মানস দেববর্মনের পরিবার ছিল সংস্কৃতিবান। বিশেষ করে বাংলা সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িয়ে পরিবারের সকলেই । সকলেরই ছিল লেখালেখির অভ্যাস। প্রয়াত মানস দেব বর্মন গল্প কবিতা লিখতে খুবই ভালোবাসতেন। তার লেখা বহু গল্প কবিতা আগামী দিনেও স্মরনোজ্জ্বল হয়ে থাকবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক মিহির দেব জানিয়েছেন মানুষ দেব বর্মন ছিলেন স্টুডেন্ট ফ্রেন্ডলি টিচার।

অধ্যাপক মিহির দেব  কলেজে চাকরি করতে এসেছিলেন ১৯৬৩ খ্রিস্টাব্দে। এর ঠিক দু তিন বছর পর কলেজের ফিজিওলজি ডিপার্টমেন্টে চাকরি করতে আসেন মানস দেববর্মন। সেই থেকে দীর্ঘ পরিচয় অধ্যাপক নিহের দেব এবং মানস দেববর্মনের। বাংলা সাহিত্য সংস্কৃতির এই স্বনামধন্য ব্যক্তিত্ব মানস দেববর্মন টি পি এস সি এর সদস্য ছিলেন দু’বার। পরবর্তী সময়ে তিনি টিপিএস সি এর চেয়ারম্যান হন। এরপর তিনি পাঁচ বছর ইউপিএসসি এর সদস্য ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!