Thursday, November 14, 2024
বাড়িরাজ্যকাউন্সিলর খবরদারি দেখিয়ে ভোট নিলেও জলের সমস্যা সমাধান করেনি, প্রতিবাদে ভিআইপি রোড...

কাউন্সিলর খবরদারি দেখিয়ে ভোট নিলেও জলের সমস্যা সমাধান করেনি, প্রতিবাদে ভিআইপি রোড অবরোধ করলো আবাসনবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : দীর্ঘ সাত বছর ধরে জলের সমস্যায় জর্জরিত রাজধানীর খেজুর বাগান এলাকার বিবেকানন্দ আবাসনের মানুষ। পাম্পের মাধ্যমে আবাসনের বহুতল ভবনে জল উঠছে না। দ্বিতল, তিতল এবং চারতলা পর্যন্ত জল বালতি ও কলস দিয়ে টেনে তুলতে হয় জল। এ সমস্যা নিয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তর সহ এলাকার জনপ্রতিনিধিদের দারস্থ হয়েছেন আবাসনবাসী, কিন্তু ভোট আসলে বর্তমান আগরতলা পুর নিগমের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ আবাসনবাসীদের বলে যদি বিজেপিকে ভোট দেয় তাহলেই তাদের জলের সমস্যা সমাধান করবে।

কিন্তু এভাবে গত বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে মানুষের কাছ থেকে ভোট নিয়ে জলের সমস্যার সমাধান করার কোন উদ্যোগ গ্রহণ করছেন না তিনি। লোকসভা নির্বাচনের পর তিনি একের পর এক তারিখ দিয়ে চলেছেন, কিন্তু জলের সমস্যা সমাধানের কোন উদ্যোগ নেই বলে অভিযোগ। আবাসনে রয়েছে ২৫৬ টি পরিবার। মাত্র তিন বালতি জল দিয়ে তাদের পাঁচ থেকে ছয় দিন কাটাতে হয়। এবং এভাবে জল টানাটানি করে তাদের অসুস্থ হয়ে পড়তে হচ্ছে। বহুবার অনুরোধ করার পরও যেহেতু স্থানীয় কাউন্সিলরের ভোটের খাঁই মিলছে না তাই এবার তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছে। সোমবার সকাল থেকে দীর্ঘক্ষণ ভিআইপি রোড অবরোধ করে তারা দাবি জানান অবিলম্বে তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করতে হবে। একেবারে প্রত্যেক বাসিন্দার ঘরে যাতে জল পৌঁছে যায় সেই ব্যবস্থা করতে হবে। কারণ দীর্ঘ সাত বছর ধরে এই সমস্যা সহ্য করে তাদের এখন আর ধৈর্য ধরছে না।

 এখন আর কোন কাউন্সিলরের আবদার কিংবা খবরদারি তারা শুনতে নারাজ। একজন মানুষের যে মৌলিক চাহিদা হয়েছে সেটা দিতে হবে কাউন্সিলরকে। তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। ভোট পেলে জল পাবে সেটা কোন কাউন্সিলর বলতে পারেনা। এমন অধিকার লতা নাথকে কেউ দেয়নি। তিনি যখন নির্বাচিত হয়েছেন তখন তিনি এলাকার কাউন্সিলর। কোন রাজনৈতিক দলের জন্য নির্ধারিত নয়। গত কয়েকদিন আগেও লতা নাথের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এর থেকেও শিক্ষা নেননি কাউন্সিলর। শুধুমাত্র খবরদারি খাটিয়ে কিভাবে এলাকায় নেতাগিরি করা যায় তারই পরিচয় দিয়ে চলেছেন। আর এ ধরনের খবরদারি করলে দল, সরকার এবং আগরতলা পুর নিগমের বদনাম ছাড়া আর কিছু হয় না। মানুষের কাছে তিতি বিরক্তের কারণ হয়ে উঠছেন তিনি। আজ রাস্তায় বসে অবরোধ করার পর খবর পেয়ে ছুটে এসেছেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। তিনি এবং নিগমের আধিকারিকরা আশ্বস্ত করেছেন জলের সমস্যা কাটিয়ে তুলতে কাজ চলছে। তবে এখন দেখার বিষয় কবে নাগাদ তাদের জলের সমস্যা সমাধান হয়। তবে ঠেলার নাম বাবাজি! জনপ্রতিনিধির খবরদারি খাটে না জনগণের কাছে। জনপ্রতিনিধি মানে তিনি জনগণের হয়ে কাজ করতে বাধ্য। সুতরাং এদিন আবারো সামনে উঠে এসেছে নেত্রীর খবরদারি। এমনটাই মনে পড়ছে আমজনতা। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে দাঁড়িয়ে পড়ে বহু যানবাহন। অফিস টাইমে ভি আই পি রোড অবরোধ করে পুলিশকে পর্যন্ত এদিন কহিল করেছে আবাসনবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য