Friday, February 7, 2025
বাড়িরাজ্যত্রিপুরায় জোর ধাক্কা তৃণমূলে, পুর পরিষদের একমাত্র সদস্য বিজেপিতে যোগদান

ত্রিপুরায় জোর ধাক্কা তৃণমূলে, পুর পরিষদের একমাত্র সদস্য বিজেপিতে যোগদান


আগরতলা, ৩১ মার্চ  : ত্রিপুরায় বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। আমবাসা পুর পরিষদের একমাত্র তৃণমূল সদস্য আজ বৃহস্পতিবার বিজেপি-তে যোগ দিয়েছেন। বিজেপি-তে যোগ দিয়েই তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন। সাথে ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরায় সরকার পরিবর্তনের স্বপ্ন নিয়ে পুর পরিষদ নির্বাচনে একটি মাত্র আসনে জয়ী হয়েছিল তৃণমূল। আজ সেই আসনটিও হাতছাড়া হয়ে গেছে।

ত্রিপুরায় পুর নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তৃণমূল শিবিরে হতাশা দেখা দিয়েছে। দলের স্থানীয় নেতৃত্বগণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করতে পারছিলেন না। তাছাড়া, পুর নির্বাচনের পর থেকে ত্রিপুরায় তৃণমূলের বিশেষ কর্মসূচিও দেখা যাচ্ছিল না। পশ্চিমবঙ্গের সমস্ত নেতৃবৃন্দ নিজেদের রাজ্য সামলাতেই ব্যস্ত। এরই মধ্যে পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্প কিছুটা হলেও চূর্ণ করেছে। স্বাভাবিকভাবেই ত্রিপুরায় তৃণমূলিরা রাজনৈতিকভাবে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলেন। ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই আমবাসা পুর পরিষদের তৃণমূলি একমাত্র সদস্য সুমন পাল বিজেপি-তে যোগ দিয়েছেন।

এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন এক টুইট বার্তায় লেখেন, আমবাসা পুর পরিষদের তৃণমূলের একমাত্র সদস্য সুমন পাল আজ বিজেপিতে যোগ দিয়েছেন। ত্রিপুরা সরকারের বিকাশমুখী নীতির কারণে তৃণমূলস্তরে বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী হয়ে তিনি বিজেপিতে শামিল হয়েছেন, লেখেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য