Monday, September 16, 2024
বাড়িরাজ্যখাবার ও পানীয় জলের সংকটে বন্যা দুর্গতদের অবস্থা দুর্বিষহ, খবর নিচ্ছে না...

খাবার ও পানীয় জলের সংকটে বন্যা দুর্গতদের অবস্থা দুর্বিষহ, খবর নিচ্ছে না প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : বন্যার দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বলে সামাজিক মাধ্যমে এবং সাংবাদিক সম্মেলন করে ঝড় তুলছেন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী বিধায়করা। কিন্তু বাস্তবে যে পরিস্থিতি কতটা দুর্বিষহ সেটা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের গত ১৯ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত ভয়াবহ বন্যার পর এতদিনে মাত্র একবেলার খাবার জুটেছে উদয়পুর মহাকুমা আমতলী হাই স্কুলের শরণার্থীদের। তাদের পরিস্থিতি বর্তমানে না খেয়ে মরার মত অবস্থা।

কারণ বন্যার এতদিনে মাত্র তাদের এক বস্তা চাল আর স্বল্প ডাল জুটেছে ভাগ্যে। তাও শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়ার চার দিনের মাথায় তহশীলদার এক বস্তা চাল ও স্বল্প ডালের ব্যবস্থা করেছে। এগুলি সেদিনই শেষ হয়ে গেছে। তারপর বিভিন্ন সামাজিক সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করা খাবার দিয়ে কোনক্রমে দিন কাটাচ্ছে। এমনকি বাজার থেকে জল পর্যন্ত কিনে খেতে হচ্ছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো বাড়ি থেকে নিয়ে আসা একটি সিলিন্ডারের মধ্যে প্রতিদিন এই শিবিরে আশ্রয় নেওয়া এতগুলি মানুষের রান্না হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তাদের খবর নেয় নি আমতলী গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং কাঁকড়াবন শালগড়ার বিধায়ক।

 তারাই এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো জানান, যে খাবার তহশিলদার এনে দিয়ে গেছেন তা দিয়ে তাদের একবেলার খাবার হয়েছে। তারপর থেকে তাদের যাই খেতে হচ্ছে তা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করা খাবার। আর এদিকে প্রতিদিন সচিবালয় সাংবাদিক সম্মেলন করে রাজস্ব দপ্তরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে প্রশাসনিকভাবে কোন ত্রুটি নেই। শিবির গুলিতে সঠিকভাবে পৌঁছানো হচ্ছে খাবার এবং পানীয় জল থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা। কিন্তু বাস্তবে যে পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য