স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : বিবাহের তিন মাসের মাথায় স্বামীকে ঘুমে রেখে রাতের অন্ধকারে ২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেল স্ত্রী। পরে স্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে চুরাইবাড়ি থানায় মামলা করলো স্বামী। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে, চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ী পঞ্চায়েতের খাদিমপাড়া ৩ নং ওয়ার্ড এলাকায়। স্বামী সাবুল মিয়া জানান, গত ১৫ জুন সে অসমের কাছাড় জেলার কনকপুর -এর বাসিন্দা আসকর আলী লস্করের মেয়ে হাজিরা বেগম লস্করকে ধর্মনগর নন জুডিশিয়াল আদালতে নোটারীর মাধ্যমে বিবাহ করেন।
তখন স্ত্রীকে মহরানা বাবদ নগদ দু’লক্ষ টাকা সে দিয়েছিল। অবশ্য তখন কনে পক্ষ থেকে কনের তিন বোন আনোয়ারা বেগম লস্কর, নাজিরা বেগম লস্কর, সামিনা বেগম লস্কর ও তাদের বোনজামাই সেলিম উদ্দিন ও বাবুল মিয়া উপস্থিত ছিলেন। এদিকে বিয়ের পরই সাবুলের নিকট থেকে দফায় দফায় আরো বিভিন্ন কাজের জন্য সত্তর হাজার টাকা হাতিয়ে নেয় তার শ্বশুরবাড়ির লোকেরা। এসময় পর্যন্ত তাদের সংসার যথারীতি চলছিল। তার কিছুদিন পর চলতি আগস্ট মাসের ১০ তারিখে যথারীতি রাতের খাবার সেরে সাবুল ও তার স্ত্রী ঘুমিয়ে পড়ে। কিন্তু এরই মধ্যে কোন এক সময় নগদ দু’লক্ষ টাকা নিয়ে তার স্ত্রী হাজিরা বেগম লস্কর গা ঢাকা দেয় বলে অভিযোগ সাবুল মিয়ার। পরদিন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে স্ত্রীর কোন সন্ধান না পেয়ে চুরাইবাড়ি থানায় স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন সাবুল। ঠিক এর একদিন পর উক্ত ঘটনা জানিয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের নিকটও সে অভিযোগ জানায়। কিন্তু এখন পর্যন্ত সে তার ন্যায়বিচার না পাওয়ায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এই ঘটনার বিস্তারিত জানান। প্রশাসনের কাছে তার দাবি বিভিন্ন সময় তার কাছ থেকে নেওয়া অর্থ রাশি যাতে তাকে ফিরিয়ে দেওয়া হয়।