Friday, March 29, 2024
বাড়িরাজ্যনেশা সামগ্রীর সঙ্গে কোন আপোশ করবে না রাজ্য : সুশান্ত

নেশা সামগ্রীর সঙ্গে কোন আপোশ করবে না রাজ্য : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ : ত্রিপুরা ষ্টেট এন এস এস সেলের উদ্যোগে বুধবার শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় এন এস এস ভলেন্টিয়ারদের নিয়ে এইচ আই ভি – এইডস এবং নেশা কুপ্রভাব ও স্বচ্ছতার উপর এক দিবসীয় আলোচনা সভা। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিক্ষা দপ্তরের সচিব সরদেন্দু চৌধুরী, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। 

সবাইকে বাঁচানো গেছে রাজ্য, দেশ ও সমাজ সুন্দর হবে। যার মনে আত্মতুষ্ঠী আছে, শান্তি আছে তার কাছে জগৎ সুন্দর। নেশা করে জীবনকে নষ্ট করলে চালবে না। মহাবিদ্যালয়, বিশ্ব বিদ্যালয়, স্কুলে এই ধরনের সেচতনতা মূলক শিবিরের আয়োজন করার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। নেশা কারবারী ও নেশা সামগ্রীর সঙ্গে কোন আপোশ করবে না রাজ্য। প্রতিদিন চলছে অভিযান। এই ক্ষেত্রে সামাজিক ভাবে সচেতনতা প্রয়োজন। নেশার কারবার করে রাতারাতি বড় লোক হওয়া যায়। কিন্তু যুব সমাজ ও নিজ পরিবার শেষ হয়ে যায় বলে জানান তিনি। এর থেকে বেড়িয়ে আসতে সংগবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য