স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ : আজাদী কা অমৃত মহোৎসব এর অঙ্গ হিসেবে বুধবার খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলা সিটি সেন্টার সামনে থেকে মানুষকে সচেতন করার জন্য এক শুভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন মুখ্য সচিব কুমার অলক, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা সহ স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা অথরিটির আধিকারিকরা সহ নার্স , ছাত্রছাত্রীরা এবং ব্যবসায়ীরা। এই মিছিলটি সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে পশ্চিম জেলা স্বাস্থ্য দপ্তরের কার্যালয়ে এসে শেষ হয়। খাদ্য সুরক্ষার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা থাকা জরুরী। কি ধরনের খাদ্য গ্রহণ করলে মানুষ সুস্থ থাকবে সেই বিষয়ে অবগত করতেই এই র্যা লীর আয়োজন করা হয় বলে জানান মুখ্যসচিব কুমার অলোক। আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে এই আয়োজন বলে জানান তিনি।