Monday, September 16, 2024
বাড়িরাজ্যসংসদ ফান্ড থেকে বন্যা দুর্গতদের জন্য এক কোটি টাকার ঘোষণা দিলেন বিপ্লব...

সংসদ ফান্ড থেকে বন্যা দুর্গতদের জন্য এক কোটি টাকার ঘোষণা দিলেন বিপ্লব কুমার দেব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : গত কয়েকদিনের বন্যা জনিত কারণে রাজ্যে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অমরপুর মহকুমা। অস্থায়ী শিবিরে রয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। সোমবার অমরপুর বাজারে সুপার মার্কেটে শরণার্থীদের সাথে দেখা করতে যান সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি সেখানে গিয়ে মানুষের খোঁজখবর নেন। তারা সঠিকভাবে খাবার ও চিকিৎসা পরিষেবা পাচ্ছে কিনা সে বিষয়টাও ক্ষতিও দেখেন।

 তারপর তিনি অমরপুর মহকুমার কমিউনিস্ট পার্টির কার্যালয়ে গিয়ে শরণার্থীদের সাথে দেখা করেন। তাদেরও খাবারের বন্দোবস্ত সঠিকভাবে হচ্ছে কিনা সে বিষয়টিও নজর দেন। তিনি ঘোষণা করেন সাংসদ ফান্ড থেকে ২৫ লাখ টাকা করে মোট এক কোটি টাকা দেওয়া হবে চারটি জেলার মানুষের স্বার্থে। এই টাকা চার জেলা শাসকের হাতে তুলে দেওয়া হবে বলে জানান বিপ্লব কুমার দেব। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেন সাংসদ বিপ্লব কুমার দেব।

উল্লেখ্য, বন্যা পরিস্থিতির মধ্যে সবকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সাহায্য হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন শীর্ষস্তরের মন্ত্রী বিধায়ক সাংসদ থেকে শুরু করে সকলকে মাঠে ময়দানে দেখা গেছে। মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতারও হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু উদ্বেগ জনক বিষয় হলো যারা নিজেকে জনজাতি দরদী বলে দাবি করে সেই মুকুটহীন রাজা এবং তার বোনকে এখন পর্যন্ত মানুষ বন্যা দুর্গতদের পাশে দেখেনি। যা মানুষকে আশাহত করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য