স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ : বুধবার তথ্য ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে প্রজ্ঞাভবনে একদিনের স্টার্ট আপ ইকো সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব পুনিত আগরওয়াল, অধিকর্তা নরেশ বাবু এন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।
তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব পুনিত আগরওয়াল জানান, তথ্য ও প্রযুক্তির ব্যবহার বর্তমান সময়ে অত্যন্ত আবশ্যক বিষয়। এই প্রযুক্তির মাধ্যমে যে কোন ধরনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব কর হয়। স্টার্ট আপ ভেঞ্চারের জন্য রাজ্য সরকার অর্থ বরাদ্দ করেছে। যে কোন ক্ষেত্রের জন্য স্টার্ট আপ প্রয়োজন। স্টার্ট আপ ফান্ড রয়েছে ১৫ কোটি টাকা। এই ক্ষেত্রে সহায়তা করছে ন্যাশকম । এটা ভালো উদ্যোগ বলে জানান তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব পুনিত আগরওয়াল।