Thursday, March 28, 2024
বাড়িরাজ্যমিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তিপ্রা মথার বিক্ষোভ

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তিপ্রা মথার বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ : তিপ্রা মথার কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মান্দাই থানার সামনে বিক্ষোভ দেখায় তিপ্রা মথার কর্মী-সমর্থকরা। বুধবার তিপ্রা মথার কর্মী-সমর্থকরা মিছিল করে এসে থানার সামনে বিক্ষোভ দেখায়। এদিন পুলিশের কাছে দাবি জানান যাতে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় এবং গ্রেপ্তার করা তিপ্রা মথার কর্মীকে মুক্তি দেওয়া হয়।

পরবর্তী সময় একটি প্রতিনিধি দল থানায় ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনে পর এ ডি সি চেয়ারম্যান জগদীশ দেববর্মা জানান এলাকায় রবিবার বিজেপির যোগদান সভাকে কেন্দ্র করে দলের অন্তর্কোন্দলে দলীয় অফিসটি অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়। কিন্তু পরবর্তী সময় পুলিশ মিথ্যা মামলা গ্রহণ করেছে তিপ্রা মথার কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তাই আজকে ডেপুটেশন প্রদানকালে পুলিশকে জানানো হচ্ছে অবিলম্বে যাতে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়। এবং গ্রেফতার করা তিপ্রা মথার কর্মী রবি দেববর্মাকে মুক্তি দেওয়া হয়।

নাহলে তারা আগামী দিনের বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান এদিন। এদিকে দলের নেতা এন্টনি দেববর্মা জানান, দলের চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে কালিমালিপ্ত করতে এ ধরনের পরিকল্পিত ঘটনা সংঘটিত করেছে দুর্বৃত্তরা। তাই এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এন্টনি দেববর্মা। পুলিশ জানায় ৭ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে শাসক বিজেপি, তিপ্রা মথা এবং সিপিআইএম এই ঘটনায় কাদা ছোড়াছুড়ি অনেকটাই গতি এসেছে ঘটনায়। পরিস্থিতি ক্রমশ রাজনৈতিক মহলে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। শাসক দলের নেতৃবৃন্দ সোমবার ঘটনাস্থলে গিয়ে তিপ্রা মথার বিরুদ্ধে সরাসরি আঙুল তুলতে না পারলেও বুধবার তিপ্রা মথা সরাসরি বিজেপির বিরুদ্ধে আঙুল তুলে অভিযোগ করেছে। এবং এ ধরনের ঘটনায় বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিপ্রা মথার নেতৃবৃন্দ। আর এদিকে সিপিআইএমের অভিযোগ সরাসরি তিপ্রা মথার এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে। তবে পুলিশি সুষ্ঠ তদন্তে কতটা মাইলেজ পাবে তা এখন বড় প্রশ্নের বিষয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য