স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : লাগাতার দুইদিন ধরে চলছে মাঝারি ও ভারি বৃষ্টি। ভারি বৃষ্টির ফলে বিপদ সীমার উপর দিয়ে বইছে মুহুরি নদীর জল। জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিন জেলার জেলা সদর বিলোনিয়া শহরের বিভিন্ন এলাকা। বাড়ি,ঘর, দোকানপাটে ঢুকে পড়েছে জল। জলের তলায় তলিয়ে গেছে রাস্তাঘাট। স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল। শহরের জল নিষ্কাশনি ব্যবস্থা মুখ থুবড়ে পড়ার ফলে শহর জুড়ে থৈ থৈ করছে জল। বিলোনিয়া পুর পরিষদের অধিন কালিনগর, আর্য সমাজ, ব্যাংক রোড, রাম ঠাকুর পাড়া, আমলাপাড়া, নন্দীপাড়া, বিদ্যাপীঠ কর্নার, সহ শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
বাধ্য হয়ে মানুষ বাড়ি ঘর ছেরে আশ্রয় নিচ্ছে শরণার্থী শিবিরে। বিভিন্ন সরকারি স্কুল ও প্রতিষ্ঠানে খোলা হয়েছে শরণার্থী শিবির। ইতিমধ্যে প্রশাসন থেকে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে বিলোনিয়ে শহরে। মঙ্গলবার সকাল থেকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বের হন বিজেপি বিলোনিয়া মণ্ডলের সভাপতি গৌতম সরকার। তিনি জানান ৬ টি স্থানে শরণার্থী শিবির খোলা হয়েছে। বন্যা কবলিতদের উদ্ধার করে শরণার্থী শিবিরে নিয়ে আসা হয়েছে। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের সাথে কথা বলে। শুধুমাত্র বিলোনিয়া শহর নয়, দক্ষিন জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শতশত পরিবার বাড়ি ছাড়া। বহু গ্রাম এখনো জল মগ্ন।
এই পরিস্থিতিতে ২০ ও ২১ আগস্ট সকল সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। এইদিকে প্রবল বৃষ্টির কারনে কাসারি আরএফ এলাকায় মাটি ধ্বসে পরে মৃত্যু হল গণ্যরায় রিয়াং নামে এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোঁকের ছায়া বিরাজ করছে। এদিকে বিগত দুদিনের টানা বর্ষণে জলমগ্ন সোনামুড়ার মহকুমার বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে গোমতী নদী লাগুয়া নিচু এলাকাগুলিতে জমে আছে জল। এদিকে নদীর জল বইছে বিপদ সীমার উপর দিয়ে। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে বা উজানের জল ক্রমশ নামতে থাকলে বাড়িঘরের ঝুঁকি বেড়বে। সেই কারণে সোনামুড়া মহকুমা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন এলাকা গুলিতে মাইক যোগে সতর্ক করা হয়েছে। যে কোন পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য বিপর্যয় মোকাবেলা টিমকে মহকুমা প্রশাসনের তরফ থেকে প্রস্তুত রাখা হয়েছে। সোনামুড়া মহকুমা শাসক অরূপ দেব বলেন, বিশেষ করে মহকুমার তেল কাজলা এলাকায় জমে আছে জল। সেখানে মহকুমার দুর্যোগ মোকাবেলা টিমের সদস্যরা গিয়ে এক বৃদ্ধ দাম্পতি সহ তাদের গবাদি পশুগুলিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে। তবে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছে মহাকুমা প্রশাসন এমনটাই জানান মহকুমা শাসক।