Thursday, January 23, 2025
বাড়িরাজ্যবরাত সংস্থার গাফিলতিতে জাতীয় সড়ক অবরোধ

বরাত সংস্থার গাফিলতিতে জাতীয় সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : সোমবার গভীর রাতে আমবাসা মহাকুমার অন্তর্গত সুধারাম পাড়া এলাকায় তিনটি বসত ঘর ভেঙে পড়ে। ঘরের মালিকরা জানান আমবাসা-কমলপুর রাস্তার কাজ চলছে। রাস্তার মধ্যে নির্মাণ করা হচ্ছে কালভার্ট। যার কারনে রাস্তার পাশে প্রচুর পরিমাণে জল জমা হয়। জল নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় একটা সময় তিনটি ঘর ভেঙ্গে পড়ে। পূর্বেও একই জায়গায় বৃষ্টির ফলে জল জমে ঘরে প্রবেশ করেছে।

তখন রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত কর্মীরা জেসিবি দিয়ে ড্রেন করে জল নিষ্কাশন করে দেয়। কিন্তু সোমবার জল নিষ্কাশনের ব্যবস্থা না করায় তিনটি পরিবারের তিনটি বসত ঘর ভেঙ্গে পড়ে। ঘটনার বিষয়ে জানানো হয় রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা সংস্থাকে। কিন্তু সংস্থার কোন কর্মী ঘটনাস্থলে না আসায় বাধ্য হয়ে ক্ষতিগ্রস্তরা সড়ক অবরোধে সামিল হন। সড়ক অবরোধের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার আধিকারিকরা। তারা কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সাথে। আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত তিনটি ঘর তারা নির্মাণ করে দেবেন। এই আশ্বাস পাওয়ার পর ক্ষতিগ্রস্তরা সড়ক অবরোধ মুক্ত করে দেন। 

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য