স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট : সোমবার উপজাতি ছাত্র ইউনিয়নের ৪৭ তম প্রতিষ্ঠা দিবস। রাজধানীর মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। উপস্থিত ছিলেন টি এস ইউ -র রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা। এইদিন প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
পরে সকলে শহিদ বেদিতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। টি এস ইউ -র রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা জানান ১৯৭৮ সালের ১৯ এবং ২০ আগস্ট দুইদিন ব্যাপী খোয়াই টাউন হলে ১৪ জন সদস্য নিয়ে টি এস ইউ -র পথ চলা শুরু হয়। তৎকালীন সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা। এই বছর সংগঠনের ৪৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। সংগঠনের ৪৭ তম প্রতিষ্ঠা দিবসে দাড়িয়ে শ্লোগান দেওয়া হচ্ছে শিক্ষা বাঁচাও, রাজ্য বাঁচাও, এবং ভবিষ্যৎ বাঁচাও।