স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : আরজি কর-কাণ্ডের প্রতিবাদের ঢেউ এ বার দেশ জুড়ে। চিকিৎসকদের বিক্ষোভ এবং কর্মসূচির কারণে বিপর্যস্ত স্বাস্থ্য পরিষেবা। মঙ্গলবার আগরতলা মেডিকেল কলেজ চিকিৎসকরা ও ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের বক্তব্য গত ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজে এক ছাত্রীর সাথে বিশ্রী ঘটনা সংঘটিত হয়েছে।
পরবর্তী সময় সেই ছাত্রীর মৃত্যু হয়। তাই আজকে বিক্ষোভ থেকে দাবী করা হয়েছে যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে দেশের আর কোন মেডিকেল কলেজে না হয়। পাশাপাশি যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সকলকে গ্রেফতার করা ও এ মামলা দেখার জন্য যাতে সিবিআই -কে দায়িত্ব দেওয়া হয়। এর সাথে সাথে যারা এদিন মেডিকেল কলেজ দেখাশোনার দায়িত্বে ছিলেন তাদের যাতে অবিলম্বে বহিস্কার করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে। পুলিশি তদন্তে উঠে আসা তথ্যপ্রমাণ জুড়লে মিলছে নৃশংসতার ছবি। উঠছে একাধিক প্রশ্ন। হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে শনিবার থেকেই পথে নেমেছেন চিকিৎসকদের একাংশ।