Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যপঞ্চায়েত অফিসের পেছন থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

পঞ্চায়েত অফিসের পেছন থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : মঙ্গলবার দুপুরে লেম্বুছাড়া পঞ্চায়েত অফিসের পেছন থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম অজয় দেববর্মা। বয়স ২৫ বছর। পিতার নাম সমীর দেববর্মা। বাড়ি শংকর সেনাপতি পাড়া এলাকায়। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ফরেন্সিক টিমকে খবর দেয়।

ফরেন্সিক টিম ঘটনাস্থলে আসার পর তদন্ত শুরু হয়। তারপর পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায় মৃতদেহে কোন আঘাতের চিহ্ন নেই। কিন্তু স্থানীয়দের দাবি মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশ জানিয়েছে ঘটনা পুরোপুরি তদন্ত সাপেক্ষ। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য