Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যস্বাধীনতা দিবস উপলক্ষে আসাম রাইফেল ময়দানে চলছে চূড়ান্ত প্রস্তুতি

স্বাধীনতা দিবস উপলক্ষে আসাম রাইফেল ময়দানে চলছে চূড়ান্ত প্রস্তুতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : ১৫ আগস্ট দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এই বছরও রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে রাজধানীর আসাম রাইফেল ময়দানে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

এই অনুষ্ঠানকে সামনে রেখে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। সেখানে কুচ কাওয়াজ প্রদর্শন করা হবে। মঙ্গলবার আসাম রাইফেল ময়দানে কুচ কাওয়ার প্রদর্শনের চূড়ান্ত মহড়া প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। এই বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ১৬ টি প্লেটুনে কুচ কাওয়াজ প্রদর্শন করা হবে। এইদিন ১৬ টি প্লেটুন চূড়ান্ত মহড়া প্রদর্শন করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য