স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : আমতলী থানাধীন ফুলতলী এলাকা থেকে মহিলা ড্রাগস কারবারি গ্রেফতার। ধৃত মহিলার নাম গৌরী দেবনাথ। দীর্ঘদিন ধরে তার পরিবার ড্রাগসের ব্যবসার সাথে জড়িত। এই মহিলার স্বামীর নাম কৃষ্ণ দেবনাথ। তার বিরুদ্ধেও থানায় আগে একটি অভিযোগ রয়েছে। মঙ্গলবার পুলিশ হানা দেওয়ার আগে বাড়ি থেকে পালিয়ে যায় কৃষ্ণ দেবনাথ।
তারপর পুলিশ অভিযান চালিয়ে গৌরী দেবনাথকে আটক করেছে। গৌরি দেবনাথের সাথে জড়িত তার বৌদি। পুলিশ আসার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত গৌরির বৌদি। পরে পুলিশ অভিযুক্ত গৌরি দেবনাথকে গ্রেপ্তার করে নিয়ে আসে। পুলিশ গৌরির কাছ থেকে উদ্ধার করে সাত কৌটা হিরোইন। তারপর পুলিশ ধৃত মহিলার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় একটি মামলা গ্রহণ করে। আটক হওয়া হিরোইনের বাজার মূল্য প্রায় ছয় লক্ষাধিক টাকা হবে বলে জানায় আমতলী থানার মহকুমা পুলিশ আধিকারিক।