স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার সুশাসনের স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছেন। এই সরকার জমি মাফিয়া, নিগো মাফিয়া, নেশা কারবারি সহ যারা বেআইনি কার্যকলাপে জড়িত তাদের কাছে আত্মসমর্পণ করে আছে। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলেছে সরকারের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
তিনি বলেন গত শনিবার বিশালগড়ে সরকার পরিচালনার সর্বাধিনায়কের গোষ্ঠী এবং একজন জনপ্রতিনিধির গোষ্ঠীর মধ্যে অর্থের দখলদারি নিয়ে সংঘর্ষ সৃষ্টি হয়। তারপর জানা যায় উভয় ঘট গোষ্ঠীর নেতাকে আগরতলায় ডেকে এনে ঘটনা ধাপাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু উদ্বেগের বিষয় হল বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এই মাফিয়াদের দ্বারা নেতারা আক্রান্ত, রক্তাক্ত এবং বিভিন্নভাবে নিগ্রহ হচ্ছে। এতে রাজ্যের কলঙ্কময় অধ্যায় রচিত হচ্ছে। পরিত্রাণ পাবে না রাজ্য সরকার। তিনি আরো বলেন, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সামাজিক মাধ্যমে এসে দাবি করছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন। তাই প্রশ্ন রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে পৌঁছাচ্ছে এ ডাবল ইঞ্জিনের সরকার। এর তীব্র সমালোচনা করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা।