Friday, September 13, 2024
বাড়িরাজ্যনাবালিকা ধর্ষণে গ্রেফতার বিজেপি নেতা

নাবালিকা ধর্ষণে গ্রেফতার বিজেপি নেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : বিজেপি -র শক্তি কেন্দ্রের এক কো- অর্ডিনেটরের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠলো। অভিযুক্তের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ মামলা পলাতক অভিযুক্ত ধীরেন্দ্র নমঃশূদ্রকে সোমবার সকালে গ্রেপ্তার করে। ঘটনাস্থল খোয়াই মহকুমার চাম্পাহাওর থানাধীন বনবাজার এ ডি সি ভিলেজের এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে, গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ নয় বছরের নাবালিকাকে ফুসলিয়ে নিজের বাড়ীতে নিয়ে যায় বনবাজারের ধীরেন্দ্র নমঃশূদ্র। নাবালিকা মেয়েটি তখন রাস্তা দিয়ে যাচ্ছিল।

ধীরেন্দ্র নমঃশূদ্র নিজের বাড়ীতে নাবালিকা মেয়েটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা মেয়েটিকে ভয় দেখিয়ে বলা হয় যে, এ ঘটনার কথা যেন সে কাউকে না বলে। বললে তাকে প্রানে মেরে ফেলা হবে। পরে মেয়েটি কান্না শুরু করে। পরে বাবা মাকে ঘটনার বিষয়ে বলেন। তারপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসা করানো হয় নাবালিকা মেয়েটিকে। শুক্রবার নাবালিকার পরিবারের অভিভাবকেরা খোয়াই চাম্পাহাওর থানায় এসে এই ঘটনা জানিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ একটি ধর্ষণের মামলা নিয়ে তদন্ত শুরু করে। তখনই অভিযুক্ত ধীরেন্দ্র নমঃশূদ্র পালিয়ে যায় বলে জানা গেছে। অভিযুক্ত ধীরেন্দ্র নমঃশূদ্র আজ সকালে বন বাজার থেকে গ্রেপ্তার করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য