Friday, January 17, 2025
বাড়িরাজ্যবাস পরিষেবা বন্ধ রেখে আইন প্রত্যাহার করার দাবি তুলল উদয়পুরের বাস চালকরা

বাস পরিষেবা বন্ধ রেখে আইন প্রত্যাহার করার দাবি তুলল উদয়পুরের বাস চালকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : তিনটি নয়া আইন কার্যকর হওয়ার ষোল দিন পর আন্দোলনে নামলো গাড়ি চালকরা। বুধবার সকালে উদয়পুর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বাস পরিষেবা সহ অন্যান্য মাঝারি গাড়ি পরিষেবা বন্ধ রেখেছে গাড়ি চালকরা। রাজারবাগ স্টেশনে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। সমস্যায় পড়ে যাত্রীরা।

গাড়ি চালকদের বক্তব্য, ভারত সরকার আইনলাগু করেছে গাড়ি দুর্ঘটনায় কারোর মৃত্যু হলে ৭ লক্ষ টাকা জরিমানা এবং আট থেকে দশ বছরের জেল। কিন্তু শ্রমিকদের এত অর্থ সম্পত্তি নেই দুর্ঘটনায় কারোর মৃত্যু হলে সত লক্ষাধিক টাকা জরিমানা বহন করা এবং দশ বছরের জেল খাটার। কারণ প্রত্যেকের পরিবার অসহায়। তাই পরিবহন শ্রমিকদের স্বার্থে সরকার যাতে এ আইন প্রত্যাহার করে। না হলে আগামী দিন গাড়ি চালাবে না বলে সাফ জানিয়ে দিয়ে উদয়পুর থেকে বিভিন্ন জায়গায় বাস পরিষেবা দেওয়া বন্ধ রেখেছে গাড়ি চালকরা।

 উদাহরণ স্বরূপ তারা বলেন, গত কয়েকদিন আগে এক বাস চালকের কঠোর রায় হয়েছে। সেই বাস চালক ২০১৫ সালে বিশালগড় এক ব্যক্তিকে চাপা দিয়েছিলেন, সেই ব্যক্তির মৃত্যু হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত কয়েকদিন আগে দীর্ঘ বছর পর তার রায় হয় ১০ বছরের কারাদণ্ড। যার ফলে তার পরিবার হতাশায় ভেঙে পড়ে। কিভাবে আগামী দিন পরিবার পরিচালনা করবে তার স্ত্রী সে বিষয়টা বুঝে উঠতে পারছে না। তাই এ ধরনের আইন অত্যন্ত অসহনীয় গাড়ি চালকদের জন্য। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এ ধরনের আইন অবিলম্বে প্রত্যাহার করা জরুরী। নাহলে আগামী দিন শুধু উদয়পুর নয়, গোটা রাজ্যে বাস ও ছোট গাড়ি পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানান গাড়ি চালকরা। সুতরাং এ ধরনের আইন কার্যকর থাকলে তারা গাড়ি চালাবে না বলে জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য