স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : পৃথিবীর চার ভাগের মধ্যে তিন ভাগই জল। তার মধ্যে স্বাদু বা মিষ্টি জল অর্থাৎ পানীয় জলের পরিমান খুব কম। প্রতিটি প্রানীর বেঁচে থাকার জন্য জল অপরিহার্য। সাম্প্রতিক কালে এক সমীক্ষায় দেখা গেছে, দক্ষিন আফ্রিকার রাজধানী শহর কেপটাউনকে বিশ্বের প্রথম জলহীন শহর হিসাবে ঘোষনা করা হয়েছে। তাই জলের অপচয় রোধ করতে হবে।
এই আহ্বানকে সামনে রেখে সোমবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে এক সচেতনতা মূলক প্রচার কর্মসূচি পালন করা হয়। এইদিন রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা রাজধানীর পথ চলতি সাধারন মানুষের হাতে তুলে দেয় লিফলেট। মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের এক ছাত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় পৃথিবীতে পানীয় জলের পরিমাণ। কিন্তু প্রত্যেকের বেচে থাকার জন্য পানীয় জল প্রয়োজন। তাই জলের অপচয় বন্ধ করার জন্য মানুষকে সচেতন করা হচ্ছে।