স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : রাজধানী আগরতলার বড়জলা এলাকা থেকে ৩ ড্রাগস কারবারিকে আটক করে এনসিসি থানার পুলিশ। এনসিসি থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন গোপন সূত্রে খবরের ভিত্তিতেই তারা অভিযান চালায় বড়জলা এলাকায়। অভিযান চালিয়ে পুলিশ তিনজন ড্রাগস কারবারিতে আটক করে।
তাদের কাছ থেকে ৫৬০ টি ব্রাউন সুগারের কনটেইনার উদ্ধার করে পুলিশ। তাদের কাছ থেকে ২০০৯৮০ টাকা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। ধৃত নেশা সামগ্রির কালোবাজারি মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হতে পারে বলে পুলিশের ধারণা। ধৃতরা হলো অনিমেষ ঘোষ, সঞ্জয় দেবনাথ এবং চায়ন রায়।