স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে মঙ্গলবার এক আলোচনা সভার আয়োজন করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের প্রকল্প এস পি কিউই ই এম। এর মাধ্যমে সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের শিক্ষার বিকাশে সহায়তা প্রদান করা হয়ে থাকে। আর সেই এস পি কিউই ই এম –র শিক্ষকদের বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়।
যাতে করে তারা ছাত্র ছাত্রীদের সঠিক ভাবে শিক্ষা প্রদান করতে পারে। সেই লক্ষ্যে গত তিন বছর যাবত রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের অধীনে থাকা সাতটি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বুনিয়াদি শিক্ষা অধিকর্তার সহযোগিতায় আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি ডাঃ ভবতোষ সাহা, টি সি এ-র সভাপতি ডাঃ মানিক সাহা, ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুনউদয় সাহা সহ অন্যান্যরা।
ডাঃ মানিক সাহা জানান, এদিন আগরতলার পাশাপাশি ধর্মনগর ও সোনামুড়াতে হয় অনুরূপ আলোচনা সভা হয়। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ৭ টি মাদ্রাসাকে প্রিন্টার, স্ক্যানার ও ওয়েভ ক্যামেরা প্রদান করা হয়। এছাড়া ২০২০ সালে মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিমের পরীক্ষায় প্রথম ৫ জন করে মোট ১০ জনকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। ২০২০ সালে দুটি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ডিভিশন পাওয়া ছাত্র ছাত্রীদের দেওয়া হয় ২ হাজার টাকা। টি সি এ-র সভাপতি ডাঃ মানিক সাহা বলেন, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে কিভাবে মুসলিম ছাত্রছাত্রীদের আরো উন্নত করা যায় তা নিয়েই কাজ করছে এস পি কিউ ই এম প্রকল্প।