স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : গত ১৫ মার্চ আগরতলা থেকে ধর্মনগরগামী রেলে সিটে বসাকে কেন্দ্র করে চার বাঙালী যুবককে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটে মনুঘাট এলাকায় । অভিযুক্তরা তিপরা মথার সমর্থক বলে সাংবাদিক সম্মেলনে দাবি করে বাঙালী ছাত্র-যুব সমাজ।
মঙ্গলবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই ঘটনার সুবিচার চেয়ে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করে বাঙালি যুবসমাজের রাজ্য সম্পাদক প্রবীর দেবনাথ। তিনি আরো জানান তিপ্রা মথা দল সৃষ্টি পর থেকেই বিভিন্ন ইস্যু অজুহাতে বাঙালি বিরোধী মনোভাবাপন্ন উপজাতিদের মাধ্যমে বাঙ্গালীদের উপর বারবারই আক্রমণ, লুটপাটের চেষ্টা করছে। কিন্তু সেদিনের ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান বাঙালি যুবকদের কোনরকম দোষ ছাড়াই তাদের মারধর করা হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনরকম আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়নি সেসব দুর্বৃত্তদের বিরুদ্ধে। বরং থানায় অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগ প্রত্যাহার করে পুলিশ। তাই বাঙালি ছাত্র সমাজ বর্তমান প্রশাসন এবং উপজাতিদের তোষন নিতির তীব্র প্রতিবাদ জানায়। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান এদিন বাঙালি যুবসমাজের রাজ্য সম্পাদক প্রবীর দেবনাথ। নাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।