স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : ত্রিপুরা আয়ুষ মিশন অ্যামপ্লয়িজ সদর (শহর) জেলা আইটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে শুক্রবার বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।
এদিন রাজধানীর প্রগতি রোড স্থিত শ্রী শ্রী মেহের কালীবাড়িতে এর বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়। মেয়র তথা বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পরিবেশ রক্ষা করার জন্য গাছের বড় ভূমিকা রয়েছে। গাছ পরিবেশকে নির্মল রাখে। তাই গাছের চারা রোপন করে সকলে যাতে পরিবেশকে রক্ষার জন্য এগিয়ে আসে তার জন্য আহ্বান জানান দীপক মজুমদার। এদিনের কর্মসূচিতে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়।