Friday, December 6, 2024
বাড়িরাজ্যচিকিৎসকদের উপর আক্রমণের চেষ্টা মন্ডল নেতা পরিবারের, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে...

চিকিৎসকদের উপর আক্রমণের চেষ্টা মন্ডল নেতা পরিবারের, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : মন্ডল সভাপতি চিকিৎসা পরিষেবা ত্রুটি হওয়ায় ডাক্তারের উপর আক্রমণের চেষ্টার অভিযোগ উঠল জিবি হাসপাতালে। পেসার এবং সুগারজনিত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ নং মোহনপুর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ। হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থা তেমন কোন পরিবর্তন না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার ধীরেন্দ্র দেবনাথকে এক্সরে সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য পরামর্শ দেন।

 সে অনুযায়ী ধীরেন্দ্র বাবুর পরিবার পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ধীরেন্দ্র বাবুকে এক্সরে কক্ষের সামনে নিয়ে যায়। তখন দীর্ঘ লাইনে অপেক্ষা করে ধীরেন্দ্র বাবু অসুস্থ হয়ে পড়েন। তারপর ধীরেন্দ্র বাবুর ছেলে সহ পরিবারের অন্যান্য লোকজনেরা কর্তব্যরত চিকিৎসকদের ডেকে বলেন এক্সরে কক্ষের সামনে যাওয়ার জন্য। তখন চিকিৎসকরা জানিয়ে দেন রোগীকে তাদের কাছে নিয়ে আসার জন্য। তারা এক্সরে কক্ষের সামনে যেতে পারবে না। তখন চিকিৎসক এবং রোগীর পরিবারের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। একটা সময়ের পর উত্তেজিত রোগীর পরিবার চিকিৎসকদের উপর আক্রমণ করার চেষ্টা করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি এদিন লক্ষ্য করা যায় মন্ত্রী রতন লাল নাথের বিধানসভায় কেন্দ্রের মন্ডল সভাপতি ছেলে সহ পরিবারের লোকজন জিবি হাসপাতালে পরিষেবা নিয়ে আঙ্গুল তুলেছেন। ক্ষোভ ব্যক্ত করেছেন চিকিৎসকদের ভূমিকা নিয়ে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য