স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : লড়াই ময়দানে নামার আগে স্নায়ুর চাপ বাড়ছে শাসক দল বিজেপি -র। প্রদেশ বিজেপি কার্যালয়ে দফায় দফায় বৈঠকের পর বুথে বুথে গিয়ে প্রার্থী বাছাইয়ের জন্য নির্দেশ দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। কারণ প্রদেশ কার্যালয় থেকে সিদ্ধান্ত নিতে শতবার ভাবতে হচ্ছে হাই কমান্ডদের। কারণ বিভিন্ন মণ্ডল এবং বুথে আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল চরম আকার ধারণ করে আছে।
তাই প্রদেশ কার্যালয় থেকে প্রার্থী ঘোষণা হলে বিভিন্ন এলাকায় অসন্তুষ্ট কর্মীরা বিক্ষোভে নামতে পারে। এই আতঙ্ক দলের কার্যকর্তাদের পিছু ছাড়ছে না। তাই সবকিছু ম্যানেজ করার জন্য মাঝারি স্তরের কার্যকর্তাদের নিয়ে কমিটি তৈরি করেছে প্রদেশ বিজেপি। তাদের পাঠানো হচ্ছে বিভিন্ন বুথে বুথে। কিন্তু বিভিন্ন বুথে ঘুরে তারা এক প্রকার ভাবে কাহিল হয়ে যাচ্ছে কর্মী সমর্থকদের বশ করতে। গত তিনদিন ধরে ৫ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে যান আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ কমিটির অন্যান্যরা। তারা এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর উপস্থিতিতে বুথ কমিটি এবং শক্তি কেন্দ্রের ইনচার্জদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে তিনজনের নাম নির্ধারণ করা হয়। এর মধ্যে একজনকে প্রার্থী করা হবে। সেই একজনের নাম ঘোষণা করবে প্রদেশ বিজেপি। তার আগে তিনজনের নাম বাছাই করল কমিটি। এ বিষয় নিয়ে জানান সঞ্জয় সাহা।