Saturday, March 22, 2025
বাড়িরাজ্যহামলার ঘটনায় ধৃত দুই

হামলার ঘটনায় ধৃত দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : এক ব্যক্তির উপর হামলার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিস। ঘটনার বিবরণে জানা যায় আগরতলার টাউন ইন্দ্রনগর সংহতি সংঘ এলাকার বাসিন্দা নীলিমা দেবনাথের ছেলে প্রণব ভৌমিকের উপর একদল দুষ্কৃতী জাম্লা চালায়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নীলিমা দেবনাথ পূর্ব আগরতলা থানায় লিখিত মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের হওয়ার পর পূর্ব আগরতলা থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতরা হল তপন ঘোষ ও রজত ঘোষ। পূর্ব আগরতলা থানার ওসি জানান ৬ জুলাই রাতে নীলিমা দেবনাথের ছেলে প্রণব ভৌমিকের উপর দুষ্কৃতিরা হামলা চালায়। ঘটনার পর নিলিমা দেবনাথ পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য