স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : ১৯৯১ সালে ৯ জুলাই ত্রিপুরা সুন্দরী স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র কানু দে পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। তাই এই দিনটি স্মরণে রেখে আজ কানু দের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মঙ্গলবার ছাত্র-যুব ভবনে কানুদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই কথা জানান এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি আরো বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থা নিয়ে এক জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সারাদেশে শিক্ষা ক্ষেত্রে অচল অবস্থা তৈরি করেছে বর্তমান সরকার। নেট – নীট দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন কেলেঙ্কারি শুরু হয়েছে দেশে। রাজ্য একই অবস্থা চলছে। স্কুলগুলিতে পাঠ্য বই পৌঁছায় নি, এবং বহু স্কুল বন্ধ করে দেওয়ায় প্রচেষ্টা চলছে। সামগ্রিকভাবে এক সংকট তৈরি হয়েছে রাজ্যের ছাত্র-ছাত্রীদের সামনে। এই অবস্থায় ছাত্র-ছাত্রীদের লড়াই ময়দানে নামানো ভারতের ছাত্র ফেডারেশনের মূল দায়িত্ব বলে মনে করে। এ লড়াই বহুদূর এগিয়ে নিয়ে যেতে হবে এবং শক্তিশালী করতে হবে। তাহলে এর মধ্যে দিয়ে কানু দে সবার মধ্যে জীবিত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন সন্দীপন দেব।