স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের উদ্যোগে শনিবার এডি নগর স্থিত কর্পোরেশন অফিসে বনমোৎসবের আয়োজন করা হয়। বনমোৎসবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বৃক্ষরোপণ করে বক্তব্য রেখে বলেন, সমাজ এবং পরিবেশ ও রাজ্যকে সুন্দর করতে বেশি অর্থের প্রয়োজন হয় না। আর এটা সম্মিলিতভাবে রাজ্যের বিভিন্ন দপ্তর করতে পারে।
এটা হল রক্তদান শিবির এবং বৃক্ষ রোপনের উপর কর্মসূচি। প্রতি তিন মাস অন্তর অন্তর যেমন রক্তদান শিবির করার জন্য উদ্যোগ নিতে বিভিন্ন দপ্তরকে বলা হয়েছে, একইভাবে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করার জন্য বলা হচ্ছে বিভিন্ন দপ্তরের কর্মীদের। তাহলেই সবাই মিলে বাঁচতে পারবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী বনমোৎসবের প্রশংসা করে আহ্বান জানান এ ধরনের উদ্যোগ যাতে আগামী দিনেও অব্যাহত রাখা হয়। তাহলেই পরিবেশ সুন্দর নির্মল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মিনা রানী সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।