Friday, January 24, 2025
বাড়িরাজ্যনীরমহল পরিদর্শনে গেলেন রাজ্যপাল

নীরমহল পরিদর্শনে গেলেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : সোমবার মেলাঘরের নীরমহল পরিদর্শনে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন সকালে মেলাঘরের রুদ্র সাগরের পাড়ে যান রাজ্যপাল। রাজ্যপালকে স্বাগত জানান জেলা শাসক নাগেশ কুমার বি।

জেলা পুলিশের পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অফ অনার প্রদান করা হয়। তারপর নীরমহলে যান রাজ্যপাল। নিরমহলের সৌন্দর্য সরজমিনে পরিদর্শন করে দেখেন রাজ্যপাল। বেশকিছু সময় নীর মহলে কাটান তিনি। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পর্যটকদের কাছে নির্মহলকে আকর্ষণীয় করে তোলার জন্য সরকারের সাথে কথা বলবেন। পাশাপাশি নীর মহলের সৌন্দর্যজনকে রক্ষা করার বিষয় নিয়ে সরকারের সাথে কথা বললেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য