Thursday, March 27, 2025
বাড়িরাজ্যবাস গাড়ি ও সেলেরিও গাড়ির মধ্যে সংঘর্ষ

বাস গাড়ি ও সেলেরিও গাড়ির মধ্যে সংঘর্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : রাজ্যের বুকে প্রতিনিয়ত ঘটে চলেছে যান দুর্ঘটনা। যান দুর্ঘটনার লাগাম টানতে ব্যর্থ আরক্ষা প্রশাসন। যান দুর্ঘটনার ফলে অকালে ঝড়ে যাচ্ছে তাজা প্রান। সোমবার ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে বিশালগড়ের ২ নং গেইট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় TR-01C-1251 নাম্বারের বাস গাড়িটি সোনামুড়া থাকে নাগের জলার উদ্দেশ্যে আসছিল। অপরদিকে TR-02C-0755 নাম্বারের সেলেরিও গাড়িটি বিশালগড় থেকে চড়িলামের দিকে যাচ্ছিল।

বিশালগড় দুই নং গেইট এলাকায় সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে বাস গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সেলেরিও গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। এতে গাড়ি দুইটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা চা বাগানে চলে যান। এতে সেলেরিও গাড়ির চালক সহ বাস গাড়ির যাত্রীরা অল্প বিস্তর আহত হয়। বাস গাড়িতে থাকা এক মহিলা যাত্রী জানান বাস গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিল। বিশ্রামগঞ্জ এলাকায় একবার বাস গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে চলে গিয়েছিল। যাত্রীরা বারে বারে চালককে ধীর গতিতে গাড়ি চালানোর জন্য বলেছে। কিন্তু বাস গাড়ির চালক নেশা গ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। যার কারনে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাস গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান ঐ মহিলা যাত্রী। এইদিকে যান দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত সেলেরিও গাড়ির চালক বিশ্বজিৎ সাহাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।

বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহত বিশ্বজিৎ সাহাকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। বর্তমানে আহত বিশ্বজিৎ সাহার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি। দুর্ঘটনার পর বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পাশাপাশি নেশাগ্রস্ত বাস গাড়ির চালককে জালে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য