স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : সোমবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের বার্ষিক পুরুস্কার প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গাছের চারায় জল দিয়ে এইদিনের অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সরকার চাইছে বিদ্যালয়ে বেশি করে পড়ালেখা ও খেলাধুলা হোক। লাগাতার পড়ালেখা করলে বিরক্তি ভাব আসতে পাড়ে।
তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। সকলে পড়ালেখায় ভালো হবে এমনটা নয়। নিজের প্রতিভার বহিঃপ্রকাশ করার স্থান হচ্ছে বিদ্যালয়। রাজ্য সরকার সর্বদা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলে। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার বিষয়টি নির্ভর করছে ছাত্র-ছাত্রীদের উপর বলে জানান মুখ্যমন্ত্রী। দেশের সার্বিক বিষয়ের সাথে মিল রেখে নয়া জাতীয় শিক্ষা নীতি তৈরি করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়েছে। নতুন নতুন অনেক গুলি প্রকল্প চালু করা হয়েছে। পড়ুয়াদের উৎসাহ প্রদানের লক্ষ্যে মেধা বৃত্তি চালু করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের স্বার্থে বন্দে ত্রিপুরা চ্যানেল চালু করা হয়েছে।
মুখ্যমন্ত্রী এইদিন শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন কোন ছাত্র কিংবা ছাত্রীর পড়া লেখার প্রতি অনিহা পরিলক্ষিত হলে তা খতিয়ে দেখতে হবে। কেন ঐ ছাত্র কিংবা ছাত্রীর পড়া লেখার প্রতি অনিহা তার কারন খুজে বের করতে হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি শর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এইদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের যে সকল ছাত্রী মেধা তালিকায় স্থান করে নিয়েছে তাদেরকে পুরুস্কার প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা কৃতি ছাত্রীদের হাতে পুরুকার তুলে দেন। অনুষ্ঠানে এইদিন বিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।