Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যবৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শান্তিরবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, লাটে উঠেছে স্কুলের পড়াশোনা

বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শান্তিরবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, লাটে উঠেছে স্কুলের পড়াশোনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শান্তিরবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। সোমবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের বেহাল চিত্র। ক্লাস রুম থেকে শুরু করে অফিস রুম সর্বত্র থৈ থৈ করছে জল। বিদ্যালয়ের প্রায় প্রতিটি কক্ষে জমে রয়েছে জল।

 সঠিক জল নিষ্কাষনের ব্যাবস্থা না থাকার ফলে সামান্য বৃষ্টি হওয়ার সাথে সাথে বিদ্যালয়ে জল জমে যায়। আর এই জলের মধ্যে দাড়িয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজেদের কাজ চালিয়ে যান। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নয় বিদ্যালয়ের পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হচ্ছে। এই বিষয়ে বিদ্যালয় কতৃপক্ষের নিকট জানতে চাইলে বিদ্যালয় কতৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য