স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : যাত্রীবাহী ম্যাক্স ও কন্টেইনারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সাত থেকে আট জন যাত্রী। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন আঠারোমুড়া পাহাড়ের আট নং জাতীয় সড়কের ৩৬ মাইল এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থেকে আমবাসার দিকে একটি ম্যাক্স গাড়ি যাওয়ার সময় ৩৬ মাইল এলাকায় বাক নিতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি কন্টেইনারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ম্যাক্স গাড়ির চালক সহ যাত্রীরা আহত হয়। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা আহত যাত্রীদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে, সেখানেই চলে তাদের চিকিৎসা। এক যাত্রী জানায় কমপক্ষে সাত থেকে আট জন যাত্রী আহত হয়েছে এই দুর্ঘটনায়। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত করছে এবং গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ।