Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যপ্রবল বর্ষণে ধস পড়ে যান চলাচল স্তব্ধ নতুন বাজার - অমরপুর সড়কে

প্রবল বর্ষণে ধস পড়ে যান চলাচল স্তব্ধ নতুন বাজার – অমরপুর সড়কে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : সোমবার সকালে প্রবল বর্ষণে ধস পড়ে যান চলাচল স্তব্ধ হয়ে যায় নতুন বাজার – অমরপুর সড়কে। এদিন প্রবল বর্ষণের ফলে নতুন বাজার ঝরঝরিয়া থেকে চেলাগাঙমুখ পর্যন্ত প্রধান সড়কের উপর বেশ কয়েকটি জায়গায় মাটির টিলা ভেঙ্গে ধ্বস নেমে আসে। বড় বড় গাছ ভেঙে পড়ে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। যার ফলে রাস্তার দুধারে আটকে পড়েছে বহু যান বাহন। দুর্ভোগের শিকার হতে হয় যান চালক সহ নিত্য যাত্রীদের। অভিযোগ মহকুমা প্রশাসনের নিকট খবর পৌঁছালেও প্রবল বৃষ্টিপাতের অজুহাত দেখিয়ে ধস সরানোর কাজে এগিয়ে আসছে না।

তবে জানা যায়, গতকাল রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে গোটা রাজ্যে। এর প্রভাব পড়তে শুরু হয়েছে রাজ্যের গ্রাম পাহাড়ে। পাহাড় ধ্বসে পড়ে বন্ধ হয়ে যাচ্ছে রাস্তাঘাট। আটকে পড়ছে যানবাহন। মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করলে তীব্র দুর্ভোগের শিকার হবে সাধারণ মানুষ। এবং সবচেয়ে বড় বিষয় হলো অমরপুর ও নতুন বাজার সড়ক আটকের পরলে যতনবাড়ি, শিলাছড়ি, করবুক সহ দূরদূরান্ত থেকে জিবি হাসপাতালে রেফার করা রোগীদের নিয়ে আসতে পারবে না অ্যাম্বুলেন্স। সুতরাং মহকুমা প্রশাসনের দ্রুত কাজে হাত লাগিয়ে রাস্তা পরিষ্কার করার জন্য দাবি উঠেছে সাধারণ মানুষের পক্ষ থেকে। তারপর দীর্ঘ তিন ঘণ্টা পর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা পরিষ্কার করতে ড্রজার দিয়ে কাজে হাত লাগানো হয়। তারপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য