Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যরাস্তার বেহাল দশার কারণে সরকারকে চোর বলছে পথচারীরা

রাস্তার বেহাল দশার কারণে সরকারকে চোর বলছে পথচারীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : সব সরকারই চোর, কোন সরকারই কাজ করে না, শুধু লুটপাট করে! বেহাল রাস্তার প্রসঙ্গে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মেলাঘর ইন্দিরা নগরের এক পথচারী।  জানা গেছে, মেলাঘর ইন্দিরা নগর রাস্তার মাথা থেকে কলম ক্ষেত সমর সেতু পর্যন্ত রাস্তাটি ছয় মাস আগে সংস্কার করা হয়। যখন রাস্তাটি সংস্কার করা হয়, তখন পথ চলতি মানুষ এবং এলাকার মানুষ অভিযোগ তুলে রাস্তাটি ছয় মাসও টিকবে না, বর্ষাকাল আসলে রাস্তাটির অবস্থা খানাখান্দে পরিণত হবে।

 কোনরকম দায় এড়িয়ে ঠিকাদার কাজটি করিয়ে মোটা অংকের টাকা বিল বানিয়ে নিজের পকেটে ঢুকায়। কিন্তু পথচারীদের জন্য একবারও চিন্তা করলেন না। বর্তমানে মেলাঘরে ইন্দিরা নগর রাস্তার মাথা থেকে কলম ক্ষেত সমর সেতু পর্যন্ত রাস্তাটির বেহাল দশা, রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, যানবাহন চালকরা বলছিল, যখন তারা এ রাস্তা দিয়ে তাদের গাড়িগুলি নিয়ে চলাচল করে, তখন তাদের গাড়িগুলির ক্ষতি হয়। প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে কলম ক্ষেত, তেল কাজলা, উরমাই, গরুর বাঁন্দ, দশরথবাড়ি, ইন্দিরা, ধনপুরের মানুষ চলাফেরা করে। মূল সড়ক থেকে এ রাস্তাটির কোন অংশে গুরুত্ব কম নয়। তাছাড়া এই রাস্তা লাগুয়া  রয়েছে স্কুল, এবার নদীর দক্ষিণ পাড় রয়েছে  সরকারি অফিস সহ বিভিন্ন পঞ্চায়েত। প্রতিদিন কোন না কোন দুর্ঘটনা হয়ে থাকে এই রাস্তাতে।

বিশেষ করে গর্ভবতী মহিলা যদি এ রাস্তা দিয়ে মেলাঘর হাসপাতালে নেওয়া হয়, তাদের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ে। সব সরকার চোর, কোন সরকারই কাজ করে না, শুধু লুটপাট করে! এ রাস্তাটি ছয় মাস আগে সংস্কার করা হয়, এরপর মাঝখানে আবার উরমাই হাসপাতালের ডাক্তারের কোয়াটার উদ্বোধনকে কেন্দ্র করে এ রাস্তাটি আবার সংস্কার করা হয়। অর্থাৎ ৬ মাসের মধ্যে দুবার সংস্থার করা হলেও বর্ষা আসতে না আসতে রাস্তা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সুতরাং নিম্নমানের কাজের খেসারত পোহাতে আপামর জনগণকে। এখন দাবি উঠেছে রাস্তার জাতে অতি দ্রুত সংস্কার করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য