Sunday, October 6, 2024
বাড়িরাজ্যপ্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি -র সর্বভারতীয় সভাপতির সাথে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি -র সর্বভারতীয় সভাপতির সাথে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : এন ডি এ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি -র সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। পুষ্পস্তবক তুলে দেন প্রত্যেকের হাতেই মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

তিনি কথা বলেন রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে। তবে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন দলের রণকৌশল কি হতে চলেছে সে বিষয় নিয়ে অবগত হন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংগঠনকে আরো তেজী করে কিভাবে পাহাড় গেরুয়া মুখী করা যায় সে বিষয়ে আলোচনা হয় দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। দলীয় সূত্রে খবর মুখ্যমন্ত্রী দিল্লি থেকে রাজ্যে ফিরেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসম্পর্ক অভিযান শুরু করবে। এর জন্য ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সেরে নিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য